Header Ads Widget

চাটমোহরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পাবনার চাটমোহরে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।


পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কেক কাটা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা।


অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন পাবনা-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আলহাজ হাসানুল ইসলাম রাজা। তিনি দীর্ঘদিন ধরে ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলায় বিএনপি’র একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত। দলের সংকটকালীন সময়ে তিনি যেমন রাজপথে ছিলেন, তেমনি তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকেছেন বলেও বক্তারা উল্লেখ করেন।

হাসানুল ইসলাম রাজা তাঁর বক্তব্যে বলেন, বিএনপি জনগণের দল, গণতন্ত্রের দল। এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমাদের শপথ নিতে হবে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সর্বশক্তি নিয়োগ করার। জনগণের পাশে থেকে বিএনপি আবারও তাদের আস্থা অর্জন করবে।


আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আলী, মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রেজাউল করিম বাবু, ছাইকোলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আলামিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জেড এম সুজন, পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি কুদ্দুস মোল্লা, নিমাইচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ লিটন ফকির, যুবদল ডিবি গ্রাম ইউনিয়নের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, আলহাজ হাসানুল ইসলাম রাজা শুধু একজন সম্ভাব্য প্রার্থীই নন, তিনি পাবনা-৩ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর মতো ত্যাগী নেতৃত্বই বিএনপিকে আগামী দিনে আরও শক্তিশালী করবে।

Post a Comment

0 Comments