Header Ads Widget

হান্ডিয়াল বাঘলবাড়িতে ৬০ বছরের বৃদ্ধের বি*রু*দ্ধে ৬ বছর শিশুকে ধ*র্ষ*ন চেষ্টার অভিযোগ

 



হান্ডিয়ালের বাঘলবাড়ী গ্রামে ৬০বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে ছয় বছরের শিশুকে ঘরে তুলে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাটমোহরের হান্ডিয়াল বাঘলবাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।


মঙ্গলবার (১৮ মার্চ ) জোমশের আলী বাঘলবাড়ি গ্রামে  থাকা ছয় বছরের ওই শিশুকে আনুমানিক ৫:৪০ দিকে ধর্ষণের চেষ্টা চালায়। জানা যায় ভুক্তভোগী ওই মেয়ের পিতা নাম মো: নুরু   তার বাঘলবাড়ী গ্রামে চায়ের দোকান রয়েছে। 




এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মাধ্যমে  তাকে ধরে মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধার দিকে  হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। তার বিরুদ্ধে থানায়  কোন অভিযোগ দায়েল করেনি , লিখিত অভিযোগ পেলে  আইনয়ানুক  ব্যবস্থা গ্রহণ করা হবে ।


 এছাড়া ধর্ষণচেষ্টার অভিযোগে আটক জমশের আলীকে পুলিশ তদন্ত কেন্দ্র রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনার কোনো সত্যতা মিললে জোমশেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।


Post a Comment

0 Comments