Header Ads Widget

একজন সফল ব্যবসায়ীর অজানা পেছনের গল্প



একজন সফল ব্যবসায়ীর গল্প এম এ হান্নান খোকন পাবনা জেলার সর্ববৃহৎ ইলেকট্রনিক্স শোরুম “মেসার্স সজীব এন্টারপ্রাইজ এর ”ম্যানেজিং ডিরেক্টর। দুই দশক আগেও তার এসব পরিচয় ছিলো না। তখন ছিলেন নিতান্তই সাধারণ একজন মানুষ। সময়ের ব্যবধানে এখন তিনি একজন বিজনেস আইকন। তার প্রতিষ্ঠানে কাজ করছে অনেক জনশক্তি। তার নিজের ভাষায়, এতসব এমনি এমনিই হয়ে যায়নি। এজন্য করতে হয়েছে কঠোর পরিশ্রম। পরিশ্রমই এনে দেয় সফলতা। পরিশ্রমের কোনো বিকল্প নেই। এম এ হান্নান খোকন এর ফেলে আসা কষ্টের দিনগুলোর কথা বলতে গিয়ে বলেন, এমনও দিন গেছে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টাই কাজ করতে হয়েছে। বাকি সময়টা ঘুমসহ অন্য কাজ করেছে। অসংখ্য লোকের সাথে হেঁটেছে, কিন্তু জীবনে কোনো দিন কারো সাথে বেইমানী করেনি। চিন্তা করেছে যদি পরিশ্রম করে যাই আর লক্ষ ঠিক রাখে তাহলে সফলতা একদিন আসবেই। কঠোর পরিশ্রম করার কারণে সফলতা আসতে বেশীদিন লাগেনি। মেসার্স সজীব এন্টারপ্রাইজ এম এ হান্নান খোকন বিভিন্ন সাব ডিলারের কাছে পুরস্কার পৌঁছে দিয়েছেন । ছিলো ছোট ব্যবসায়ী। এখন তার প্রতিষ্ঠানে কাজ করছে কিছু মানুষ। তার সম্পদ বাড়ার সাথে সাথে তাদের সংসারও চলছে তার প্রতিষ্ঠানে কাজ করে। তিনি বলেন, সফল হতে হলে প্রথমে দরকার সততা। তারপর সঠিক লক্ষ এবং তা বাস্তবায়ন করার স্পৃহা ও কঠোর পরিশ্রম। যদি কেউ সুশিক্ষিত হয় এবং লক্ষ ঠিক করতে পারে তাহলে অবশ্যই সে সফল হবে। অন্যরা বিশ্বাসঘাতকতা করলেও নিজের কাজ আর পরিশ্রম নিজের সাথে কখোনোই বিশ্বাসঘাতকতা করেনা। পরিশ্রম অবশ্যই সফলতা এনে দেবে। (সোহানুর রহমান সজীব)


Post a Comment

0 Comments