![]() |
| শীতলাই রাজবাড়ির |
সংরক্ষণের অভাবে ধ্বংস হতে চলেছে পাবনার চাটমোহর উপজেলার সমাজ গ্রামের বিখ্যাত শীতলাই জমিদরবাড়ি প্রায় ২০০ বছর প্রাচীন এই বাড়ীর দরজা জানালা টিন সহ ইট পর্যন্ত খুলে নিয়ে গেছেন দুর্বৃত্তরা বেহাত হয়েছে শীতলাই রাজবাড়ির দিঘি সহ হাজার বিঘা সম্পত্তি ।
রিপোর্টার : সোহানুর রহমান সজীব তারিখ : ২৫-১২-২০২৮ ইং বুধবার..
চলন বিলের এই প্রত্যন্ত সমাজ গ্রামের নাম ছিলো শিতলা ২০০ বছর আগে এই গ্রামে নাটরের রানী ভবানির বংশধর যোগেন্দ্র নাথ মৈত্র এখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। তার স্ত্রী সরলা দেবী ছিলেন ভারতের শ্রীরামপুরের রাজা কিশোরী লাল গোস্বামীর কন্যা।
প্রতাপশালী এই জমিদারের ছিলো বিশাল বিশাল “সু”উচ্চ ভবন মোট কাচারি ঘর মন্দির ও হাতি শালা ১৯৪৭ সালের দাঙ্গার পর জমিদারের বংশধরেরা স্ব-পরিবারে দেশ ত্যাগ করলে দীর্ঘদিন পরিত্যক্ত থাকে বাড়িটি পরে রাড়িটি দখল করে সবকিছু ভেঙে নিয়ে যায় প্রভাবশালী দুর্বৃত্তরা।
প্রায় ১৫০ বিঘা আয়তনের ঐতিহ্যবাহী এ বাড়িটির একটি বিশাল দিঘি ২টি পুকুর সহ কয়েক হাজার বিঘা সম্পত্তি এখন প্রভাবশাীদের দখলে।
প্রত্যন্ততান্ত্রিক অধিদপ্তর এ বাড়ি সহ সকল ঐতিহ্যবাহী জমিদার বাড়ি রক্ষণে আশ্বাস দেন ।
শীতলাই এর এই বিখ্যাত জমিদার বাড়িটি উদ্ধার করে প্রত্যন্ততান্ত্রিক নিদর্শন হিসাবে সংরক্ষণের দাবী স্থানীয়দের ও এলাকাবাসী ।

0 Comments