পাবনা জেলা রিপোর্টার- সোহানুর রহমান সজীব কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ।

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দল সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের আয়োজন করছে। তারই অংশ হিসেবে পাবনা জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন শাখার কৃষক সমাবেশ সফল হক সার্থক হক ।
আজ বুধবার, ফেব্রয়ারি 5, ২০২৫, দুপুর ৩ ঘটিকায় হান্ডিয়াল পশ্চিমবাজার থেকে রেলি করে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হান্ডিয়াল ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি মোঃআব্দুল হান্নান খোকন ।
উদ্বোধকঃমোঃসিদ্দিকুর রহমান সিদ্দিক,সাবেক সদস্য সচিব,পাবনা জেলা,বিএনপি।
সভাপতিঃমোঃলিটন বিশ্বাস আহব্বায়ক,চাটমোহর,উপজেলা কৃষক দল।জনাব মোঃ আমিরুল ইসলাম নিক্সন,সাবেক,এজিএস,আইন কলেজ পাবনা ও সাবেক যুগ্ম সম্পাদক,ছাএদল পাবনা জেলা ও সংগঠনিক সম্পাদক,কৃষক দল,পাবনা জেলা শাখা।
অতিথী হিসাবে ছিলেন,,,
জনাব মোঃআরশেদুজ্বামান আরশেদ,পৌর বিএনপির সভাপতি চাটমোহর উপজেলা,পাবনা।
জনাব মোঃকে এম আনোয়ারুল ইসলাম,সাবেক সংসদ সদস্য,৭০ পাবনা ৩।
জনাব মোঃ আলহাজ্ব আব্দুল হামিদ প্রামানিক সাবেক সভাপতি,হান্ডিয়াল ইউনিয়ন বিএনপি।
জনাব মোঃআবু হানিফ,সাবেক সভাপতি,ও সাবেক আহব্বায়ক হান্ডিয়াল ইউনিয়ন বিএনপি।
জনাব মোঃসোহেল রানা,হান্ডিয়াল ইউনিয়ন বিএনপি।
জনাব মোঃআতিকুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা,হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্র।
জনাব মোঃআব্দুস সাওার,সাবেক সংগঠনিক,সম্পাদক,হান্ডিয়াল ইউনিয়ন বিএনপি।
জনাব মোঃছহির উদ্দিন স্বপন সাবেক,সাধারণ,সম্পাদক,হান্ডিয়াল ইউনিয়ন বিএনপি।
সমাবেশে বক্তারা কৃষকদের সংগঠিত করার আহ্বান জানান এবং কৃষি ও কৃষকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দলের কার্যক্রম আরও বেগবান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সেই সাথে কৃষকদের হাতে 300 টি কম্বল বিতরন করেন।
0 Comments