Header Ads Widget

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল নিয়ে রেলগেটে আটকে যুবকের করুণ মৃত্যু

 

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলসহ জহুরুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে দশটারদিকে উপজেলার  দিলপাশার ইউনিয়নের দিলপাশার রেলগেটে  এ দুর্ঘটনা ঘটে। নিহত জহুরুল ইসলাম  দিলপাশার ইউনিয়নের হাট উধুনিয়াগ্রামের আঃ রহিমের ছেলে। 

জানা গেছে, জহুরুল ইসলাম  উপজেলার হাট উধুনিয়া গ্রামের নিজবাড়ি থেকে পার্শ্ববর্তী থানায় উল্লাপাড়ায় একটি কমিউনিটি ক্লিনিকে চাকরি করতেন সেখানে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় দিলপাশার রেলগেট এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে ঢাকা গামী ট্রেন আসছিল। এমন সময় ভাঙ্গুড়া দিলপাশার রেলগেট থেকে  ওপর দিয়ে মোটরসাইকেল নিয়ে কাজিটোল কমিনিউটি ক্লিনিকে অফিসে যাচ্ছিলেন জহুরুল। দিলপাশার রেললাইন পার হওয়ার সময় রেল লাইনের মাঝখানে মোটরসাইকেল থেমে যায়। অনেক চেষ্টা করেও তিনি তার মোটরসাইকেলটি চালাতে পারেননি। চেষ্টা অব্যাহত থাকে কিন্তু এরই মধ্যে  ঢাকা থেকে ছেড়ে আসা সিল্ক সিটি  ট্রেন এলে তার উপর দিয়ে চলে গেলে জহুরুল ইসলামের মাথা, শরির, পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি  মো. দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Post a Comment

0 Comments