Header Ads Widget

৫ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু : হাসপাতালে অব্যবস্থাপনা



ফয়েজ আহম্মেদ ভুঁইয়া: জেলা প্রতিনিধি কুমিল্লা


৭ই মার্চ ২০২৫ইং শুক্রবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের অরক্ষিত বেডের ৫তলা থেকে পড়ে মৃত্যু হয় ভর্তি হ‌ওয়া রোগী গনি মিয়ার। 


স্বজনরা জানান সপ্তাহখানেক আগে হাতের অপারেশনের জন্য কুমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন গণি মিয়া। কিন্তু হাসপাতালে সিটের অভাবে তাঁকে দু'দিন ধরে ঘুরে বেড়াতে হয়। শেষ পর্যন্ত, দালালের মাধ্যমে ৫০০ টাকার বিনিময়ে বারান্দার পাশে একটি সিট পান। তাঁর আশা ছিল, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।


কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, হাসপাতালের অব্যবস্থাপনা এবং দায়িত্বরত ওয়ার্ড মাস্টারের গাফিলতির কারণে গনি মিয়া আর জীবিত ফিরে যাননি।

 গতকাল, শুক্রবার (৭ মার্চ) রাত ১১:৫০ মিনিটে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ৫ম তলার বারান্দায় থাকা অরক্ষিত এক্সট্রা বেড থেকে গ্রীল বিহীন বারান্দা দিয়ে সরাসরি নীচে পড়ে গনি মিয়ার মৃত্যু হয়।



হাসপাতালের সিট সংকট, দালালদের দৌরাত্ম এবং ওয়ার্ড মাস্টারসহ কর্মকর্তাদের গাফিলতিতে এই করুণ মৃত্যুর পেছনে মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। শুধু তাই নয়, রোগীর স্বজনদের সাথে অসৌজন্যমূলক আচরণ, চোরের উপদ্রব, রোগীর স্বজনদের লাঞ্ছিত করা এবং বকশিস প্রথা এখানকার স্বাভাবিক চিত্র হয়ে উঠেছে।



কুমেকের ওয়েবসাইট ও বিভিন্ন সময়ের প্রতিবেদন অনুযায়ী, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও সাংবাদিকদের লাঞ্ছিত হওয়ার ঘটনা নিয়মিত ঘটছে। এছাড়াও, হাসপাতালের টয়লেটগুলো অস্বাস্থ্যকর এবং সাধারণ ব্যবহারের উপযোগী নয়। কর্মকর্তা-কর্মচারীদের আচরণ দেখে মনে হয়, তারা বিনা বেতনে এখানে কাজ করছেন।



গনি মিয়ার মৃত্যুর দায় কার? এ প্রশ্নটি আমাদের প্রতিটি সচেতন নাগরিকের মনে জেগেছে। হাসপাতালের এমন অব্যবস্থাপনা এবং গাফিলতির কারণে আর কত প্রাণ যাবে? এটি আমাদের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা দূর করার জন্য প্রশাসনকে আরও দায়িত্বশীল করে তুলুক, সেটাই সবার প্রত্যাশা।



গনি মিয়ার জীবন ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু তার মৃত্যু যেন আরেকটি পরিসংখ্যান হয়ে না যায়। আমরা চাই, প্রশাসন আরও দায়িত্বশীল হয়ে হাসপাতালের অব্যবস্থাপনা দূর করবে এবং রোগীদের সঠিক চিকিৎসাসেবা নিশ্চিত করবে।



 *কুমেক, গনি মিয়া, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, স্বাস্থ্যব্যবস্থা, সিট সংকট, দালাল চক্র, প্রশাসনের গাফিলতি, হাসপাতালের অব্যবস্থাপনা, বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা, রোগী লাঞ্ছনা, সাংবাদিক লাঞ্ছনা, হাসপাতালের টয়লেট সমস্যা, রোগীর সুরক্ষা*!!!?

Post a Comment

0 Comments