Header Ads Widget

গাজিপুরে সড়ক দুর্ঘটনায় আটঘরিয়ার যুবক নিহত

 

গাজিপুর শফিপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নান্নু খাঁ (৩২) নিহত হয়েছে। আরিফ নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত ১০ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে কালিয়াকৈর শফিপুর নিউ ফ্যাশন গার্মেন্টস এর পিছনে বড়ইবাড়ী সড়কের জালাল গেটের সামনে। 

নিহত মোটরসাইকেল চালক নান্নু'র বাড়ি পাবনার আটঘরিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের দেবোত্তর গ্রামে। তার পিতার নাম আকুব্বর খাঁ। নিহত নান্নু ময়েজউদ্দিন গার্মেন্টসে চাকরি করতেন বলে জানা গেছে। 

নিহত পরিবার সুত্রে জানা গেছে, ওই দিন বন্ধুদের সাথে ইফতার মাহফিলে শফিপুর নিউ ফ্যাশন এর সামনে যায়। এসময় ইফতার পার্টি শেষ করে বাসায় ফেরার পথে বড়ইবাড়ী সড়কের জালাল গেটের সামনে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই নান্নু মারা যায়। আরিফ নামক অপরজন গুরুতর আহত হন। আজ ১১ মার্চ বাদ আসর দেবোত্তর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

Post a Comment

0 Comments