পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. আফজাল (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে পাবনা শহর পৈলানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন, পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মৃত বেলাল এর ছেলে মোঃ আফজাল (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি বিকেল ৪টার সময় তার মায়ের সঙ্গে ঘাস কাটতে যায় এ সময় ভিকটিমকে আদর করতে করতে নিজ বাড়িতে নিয়ে আসে আফজাল। নিজ বাড়িতে সেখানে তিনি শিশুটিকে শারীরিকভাবে নিগৃহীত করার চেষ্টা করেন।
এসময় ভিকটিমের চিৎকারে তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পর ভিকটিমের পরিবার পাবনা সদর থানায় একটি মামলা করেন।
পাবনা সদর থানার তদন্ত কর্মকর্তা এস আই ফাহিম পারভেজ রেভিজ জানান , তথ্যপ্রযুক্তির সহায়তায় পাবনা শহর পৈলানপুর ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাবনা সদর থানার ( ওসি অপারেশন) সঞ্জয় সাহা বলেন , ধর্ষণ চেষ্টা কারী আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।

0 Comments