Header Ads Widget

চট্টগ্রামের মিরসরাইয়ে ইউপি চেয়ারম্যান আটক


 

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবুল কাশেম উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা এলাকার মৃত হাজী মনির আহম্মদের ছেলে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি মামলা রয়েছে।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেমের বিরুদ্ধে মিরসরাই থানায় দুইটি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একইদিন তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Post a Comment

0 Comments