Header Ads Widget

রোজ ডে’র মধ্যমে শুরু হয়ে গেছে ভালোবাসার সপ্তাহ। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি)



 শুরু হয়ে গেছে ভালোবাসার সপ্তাহ। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) থেকে রোজ ডে’র মাধ্যমে প্রতিনিয়ত প্রেমের স্পন্দন, রঙ ও প্রাণবন্ত অনুভূতিতে ভরে উঠবে প্রেমিক, প্রেমিকা অথবা প্রিয়জনের মন।


সপ্তাহজুড়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করবে অনেকেই। ভাগ করে নিবে সুখ-দুঃখ। কারও জীবনে নতুন সঙ্গীর অপেক্ষা, আবার কেউবা বহু পুরনো সম্পর্ক চাঙ্গা করতে চাইবেন এই সময়ে। এসব ক্ষেত্রে চমৎকার ও কার্যকরী ভূমিকা পালন করতে পারে গোলাপ, যা অতি সহজেই প্রিয় মানুষটির মন জয় করে নেবে।

ভালোবাসার কোনো রং নেই তার মানে এই না ভালোবাসা সাদা কালো ভালোবাসা বর্ণহীন হলেও প্রকাশ করার ভংগি হওয়া উচিৎ  রং নিয়ে।কেননা ভালোবাসা প্রকাশ করাই মুলত রং।আর এই ভালোবাসার মাধ্যম হলো ফুল।ভালোবাসা প্রকাশের জনপ্রিও মাধ্যম হলো গোলাপ যা মোঘল আমল থেকে প্রচলিত হয়ে আসছে । এই দিনে ভালোবাসার মানুষকে পছন্দ করে গোলাপ দেওয়া হয়। 


পাঠক, কী ভাবছেন? কাউকে গোলাপ উপহার দেবেন? তাহলে জেনে নিন কোন রঙের গোলাপের কী মানে

Post a Comment

0 Comments